মদনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জাকির আহমেদ :
আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৪ উপলক্ষ্যে নেত্রকোনার মদনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার পাল ও সেক্রেটারী বাবু বিমান বৈষ্যসহ সকল পুজা মন্ড নেতৃবৃন্দের উপস্থিতে মঙ্গলবার (১ অক্টো.) সকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেপ্টেন মোঃ শাহাদাত হোসেন, ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম আকন্দ, জামায়াতের সাবেক উপজেলা আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রীস) মাস্টার, হেফাজত সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন, প্রেসক্লাব সেক্রেটারী জাকির হোসেন উজ্জ্বল, যুবদল সেক্রেটারী হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি এসএইচ পিপুল ও সেক্রেটারী শামীম হাসান, ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবার পুজা মন্ডপ ও প্রতিমা নির্মাণ প্রস্তুতিসহ ১৭টি বিষয় নির্ধারণ করে গুরুত্বের সাথে আলোচনা করা হয়।