নেত্রকোণার মদনে স্ত্রীর দেওয়া এসিডে স্বামীর শরীর ঝলসে গেছে। দগ্ধ স্বামীকে মদন হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা প্রেরণ করা হয়।
বুধবার রাতে মদন পৌর সদরে বাড়িভাদেরা রোডে আক্কাস মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ সুলতান মাহমুদ (৩৯) টাঙ্গাইল জেলার মধুপুর মৃত আব্দুস সামাদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মদন সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত আছেন। এ ঘটনায় তার স্ত্রী নাসিমা আক্তার (৩৩) আটক করে নেত্রকোনা কোট হাজতে প্রেরণ করেছে মদন থানার পুলিশ।
স্থায়ী ও পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক কলহের রাগান্বিত হয়ে এক পর্যায়ে বুধবার রাতে স্ত্রী নাসিমা তার উপর এসিড নিক্ষেপ করে। এ অবস্থা দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ সুলতান মাহমুদকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায়। সেখানে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়, সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়। পরে তার স্ত্রী নাসিমা কে আটক করে বৃহস্পতিবার রাতে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করে।
মদন থানার এসআই দেবাশীষ চন্দ্র দত্ত জানান, বুধবার রাতে এ ঘটনার খবর শুনে সুলতান মাহমুদকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় বৃহস্পতিবার রাতে ১৪৪ ধারায় নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]