মদসহ ময়মনসিংহে র‌্যাবের হাতে আটক নেত্রকোণার ২ তরুণ

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলালঃ
নেত্রকোনার দুই তরুণ মদসহ ময়মনসিংহে র‌্যাব-১৪ এর হাতে আটক হয়েছেন। আটক দুজনের কাছ থেকে ১১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা।

আটক দুজন হলেন- নেত্রকোনা  দুর্গাপুর উপজেলার কৃঞ্চের চর গ্রামের কৃঞ্চ রাজ ধরের ছেলে সজিত রাজ ধর (১৯) এবং একই এলাকার জালাল খানের ছেলে মো. শিপন খান (১৯)।

২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের পক্ষে মিডিয়া অফিসার এতথ্য জানান।

এরআগে এ অভিযানে র‌্যাবের আভিযানিক দলের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় (জয়বাংলা চত্ত্বর সংলগ্ন) জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মদসহ দুই তরুণকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত মাদকসহ আসামিদেরকের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।