মনের সাথে কাল্পনিক একটি সাক্ষাৎকার

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

রীনা হায়াৎ, কবি ও সাংবাদিক:
গতকাল রাতে মনকে কয়েকটা প্রশ্ন করেছিলাম এমন,
-‘এত দীর্ঘ একটা সময় প্রেম ভালোবাসাহীন কোনোরকম সম্পর্কে না জড়িয়ে কিভাবে আছো তুমি?’

-মন বলে, ‘কে বললো আমি ভালোবাসা ছাড়া আছি? আমার ভালোবাসাকে তো আমি রোজ‌ই দেখছি। হয় কল্পনাতে না হয় কোন কবিতা গল্পে, কখনও কখনও স্বপনেও দেখা হয়ে যায়।’ তখন অবাক হয়ে জিজ্ঞেস করি আমি, -‘এটুকুই কি যথেষ্ট তোমার জন্য?’

উত্তর দিল মন, -‘ইটস মোর দ্যান এনাফ। তার জানার কি দরকার? আমি জানি, আর আমি রীতিমত থ্রিলড ফিল করি এটুকুতেই। কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, বাস্তবে কি তা যায়?’

মনকে আবার প্রশ্ন করি -‘এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবে না জেনেও হোপলেসলি ভালোবেসে যাও কিভাবে?’

-মন বলে, ‘এটা কোন দীর্ঘ সময়ের ব্যাপার না, এটা মুহূর্তের ব্যাপার। একটা মুহূর্ত শুধু যখন আমার মনে হয়েছে,ইয়েস! হি ইজ দ্য ওয়ান। এন্ড দ্যাটস ইট। বাদবাকি সময়টা এমনিতেই কেটে যায় সানন্দে।’

কারণ, স্বেচ্ছায় যেতে দিয়েছি যারে জীবনের এই সুদীর্ঘ সফর পার করছি সেই মানুষটার স্মৃতির চারণে।
কার যেনো লেখা-জীবন এত ছোট যে তার চলে যাওয়ার দিকে তাকিয়েই এই জীবনটা পার করে দেয়া যায়।