ময়মনসিংহস্থ আটপাড়া সমিতি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহস্থ আটপাড়া সমিতি গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ঘটিকায় সৈয়দ নজরুল ইসলাম কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর আটপাড়া উপজেলার ময়মনসিংহ বসবাসরত লোকজনকে নিয়ে প্রাথমিক ভাবে সমিতি গঠন কল্পে উপস্থিত সদস্যবৃন্দ মুক্ত আলোচনায় সমিতি গঠনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় ৪০জন সদস্য উপস্থিত হয়। আগামী ২২শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ঘটিকায় সৈয়দ নজরুল ইসলাম কলেজে সমিতি গঠন কল্পে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আবারও সভার দিন ধার্য করা হয়।