ময়মনসিংহে ৪১তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মৌটুসী কণাকে সংবর্ধনা

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
ছবি- প্রতিনিধি

এইচ এম সুমন আহমেদঃ
নেত্রকোণা জেলার মদন উপজেলার ৪১তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মৌটুসী কণাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ মুমিনুন্নিসা মহিলা কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে নেত্রকোণা অফিসার্স এ্যাসোসিয়েশন, ময়মনসিংহ।

মৌটুসী উপজেলার কাইটাইল গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে। এসময় নেত্রকোণা জেলার ৪১তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) আরও ৪৮ জন কর্মকর্তাকে সংবর্ধনা দেয় এ্যাসোসিয়েশনটি।

নেত্রকোনা অফিসার্স এসোসিয়েশন, ময়মনসিংহ এর সভাপতি, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী

সদ্য শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মৌটুসী বলেন, আমি ছোট থেকেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছিলাম, অনেক ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে আজ এ জায়গায় এসেছি। নেত্রকোণা অফিসার্স এ্যাসোসিয়েশন যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তা সত্যি অকল্পনীয়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এ ভালোবাসার সম্মান রাখতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি।