ময়মনসিংহ বিভাগীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় কেন্দুয়ার নাসিম ৩ ইভেন্টে চ্যাম্পিয়ন
মজিবুর রহমান :
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শুরু হয়েছে আন্ত:জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এই ধারাবাহিকতায় আজ বুধবার(২৯ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের
ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগীতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বিভাগীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওই প্রতিযোগিতায় কেন্দুয়া উপজেলার নাসিম নেত্রকোণা জেলা ক্রীড়াসংস্থা হয়ে অংশ নিয়ে তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রিলে দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
সে যে সব ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তা হলো ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফ। এবং রিলে দৌড় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এই বার দীর্ঘ লাফে নাসিম ২১ ফুট ৯ ইঞ্চি দুরুত্ব রেকর্ড করেছে।
মোঃ নাসিম কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের বাবুল ইসলাম বাবুলের গর্বিত সন্তান। নাসিম ইতিপূর্বে একাধিক বার দেশসেরা অ্যাথলেটিকস ও দ্রুততম মানবে ভূষিত হয়েছে।
এ প্রসঙ্গে নাসিম বলেন,এইবার ৪টি ইভেন্টের মধ্যে একক ভাবে ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে চ্যাম্পিয়ন হয়েছি। আর রিলে দৌড়ে দ্বিতীয় হয়েছি। এখন জাতীয় পর্যায়ে যাতে ভাল করতে সেজন্য সবার কাছে দোয়া চাই।
এব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, নাসিম কেন্দুয়ার অহংকার। সে কয়েকবার বাংলাদেশের দ্রুততম মানব ও জাতীয়-বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে।
এথলেট নাসিম আজ ময়মনসিংহ বিভাগের জাতীয় পর্যায়ে তিনিটি ইভেন্টে শীর্ষ স্থান অর্জন করে কেন্দুয়া ও নেত্রকোণাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শত বাঁধ বিপত্তি উপেক্ষা করে নাসিম এগিয়ে যাচ্ছে। আমি তার আগামীদিনে সফলতা কামনা করি।