ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী।

বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত মে মাসের কাজের মূল্যায়নে তাঁকে রেঞ্জের শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হয়। পাশাপাশি তাঁকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

এবার রেঞ্জের মাসিক অপরাধ সভা নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মাসুম আহমেদ ভূঞা, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ (পিপিএম) ও রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ।

এ বিষয়ে এসআই কানাই লাল চক্রবর্তী জানান, পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। অর্পিত দায়িত্ব পালনে সব সময় অবিচল। কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে।