নেজা ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ রেঞ্জের অপরাধ দমনে শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত হয়েছে নেত্রকোণা জেলা পুলিশ ও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে দুর্গাপুর সার্কেল।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিয়াইজি'র কার্যালয় সভাকক্ষে রেঞ্জের মাসিক সভায় চলতি বছরের জুলাই মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে যৌথভাবে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় নেত্রকোণা জেলা পুলিশ ও ময়মনসিংহ জেলা পুলিশ।
এসময় রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর নিকট হতে রেঞ্জের শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহণ করেন নেত্রকোণা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নেত্রকোণা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ময়মনসিংহ রেঞ্জ শ্রেষ্ঠ জেলা হিসেবে নেত্রকোণা জেলা পুলিশকে মনোনীত করে।
এছাড়াও সভায় দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল মনোনীত হয়েছেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত