মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটি বাতিলের দাবিতে মুসুল্লিদের বিক্ষোভ

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন জামে মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিরা।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে আসরের নামাজের পারে ধর্মপ্রাণ মুসুল্লিরা মসজিদের ইমাম মো. ইসলাম উদ্দিন সাহেবের অপমানে প্রতিবাদ জানাতে মসজিদে বসেন। সেখানে কমিটির লোকজন ও জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ ইমরান বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলে তাদেরকে বয়কট করে উত্তেজিত মুসুল্লিগণ।

পরে মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাছে মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটি বাতিলসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় গ্রহণের দাবি জানান মুসুল্লিরা।

পরবর্তীতে মাগরিবের নামাজের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে গিয়েছেন উনার সাথে কথা হয়েছে। উনি এসে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার জানান, আপনারা শান্ত থাকেন। উপজেলা নির্বাহী অফিসার ছুটি থেকে এসে আপনাদের নিয়ে মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, পূর্বধলায় রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ৪৯ বছর ধরে নামাজ পড়াচ্ছেন ইমাম মো. ইসলাম উদ্দিন। তিনি নিয়মিত ঈদের নামাজ পড়ান এখন হঠাৎ করে ইমাম সাহেবকে কমিটির লোকজন ইমামতি করতে না দেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঈদের নামাজ ও খুতবা শেষে হট্টগোল সৃষ্টি হয় পরবর্তীতে মুসল্লিগণ দোয়া পড়া ছাড়াই ঈদগা মাঠ ত্যাগ করেন। এ নিয়ে ঈদের দিন থেকে ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।