মহানবী কে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ
ভারতীয় হিন্দু পুরোহিত রামগীর মহারাজ ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নেত্রকোণায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে এলাকায় তৌহিদী ছাত্র-জনতা ও ঝাউসি দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার নেতৃত্বে ১০০ ফুট দীর্ঘ একটি ব্যানার নিয়ে সদর উপজেলার চল্লিশা বাজার পর্যন্ত মিছিল নিয়ে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের কাছে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় আশপাশের সকল মাদ্রাসার ছাত্র-শিক্ষক উপস্থিত হয়ে প্রতিবাদে মিছিলে অংশ নেয়। চল্লিশা বাজারে কেন্দ্রীয় মাদ্রাসার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এতে বক্তব্য রাখেন চল্লিশা কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম নজরুল ইসলাম ও চল্লিশা মহিলা মাদ্রাসার মুহতামিম খায়রুল ইসলাম ঝাউশি দারুল উলুম মহীয়সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আল আমিন ও মোতাওয়াল্লী মোঃ আব্দুল মালেক, হাফেজ মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই।