মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

কলমাকান্দা প্রতিনিধি:
ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ মার্চ) নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

আটককৃত ব্যক্তি সুপ্ত সাহা অনিক, যিনি ২০২৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে।

অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধর্মপ্রাণ মুসল্লিরা একাধিকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজতে ইসলাম, তৌহিদী জনতা, জামায়াতে ইসলামী ও খেলাফত আন্দোলনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কটূক্তিকারীর গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম বাদী হয়ে সুপ্ত সাহা অনিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।