মহান বিজয় দিবসে জেলা পরিষদ সদস্য সুমীর নেতৃত্বে বিজয় র‌্যালি

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

দুর্গাপুর প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও একাত্তরে রণাঙ্গণে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমী ।

শনিবার সকালে পৌর শহরের তেরীবাজার থেকে সুমীর নেতৃত্বে এক বিশাল বিজয় র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বিজয় র‌্যালিতে বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, ইউপি সদস্য, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন জেলা পরিষদ সদস্য সুরমী আক্তার সুমী।

এ সময় স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি’ প্রতিহতের আহ্বান জানিয়ে সুমী বলেন, তরুণ ও যুব সমাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। যারা আজও এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে তৎপর রয়েছে, তাদের সকল অপচেষ্টা মোকাবেলা করে এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।