মহান বিজয় দিবসে শিশুদের নিয়ে এআরএফবি’র আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা
বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)’র আয়োজনে শিশুদের মধ্যে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) এআরএফবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে এআরএফবি গ্রন্থাগার হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় সাপ্তাহিক কৃষকের বাণী পত্রিকার সম্পাদক আলী আমজাদ মাস্টার, বিশেষ অতিথি ছিলেন এআরএফবি গ্রন্থাগার সভাপতি মনজুরুল হক খান, এআরএফবি সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, বক্তব্য রাখেন মিজানুর রহমান, মিলন খান ও কাউসার খান রনি, এআরএফবি শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক অনামিকা দেবী।
প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার প্রদান করা হয়।