
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ সন। ১৯৭১ সনের আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসরদের চূড়ান্তভাবে পরাজয় বরণ করার দিন। আজ বাঙ্গালী জাতির চূড়ান্ত বিজয়ের দিন। দীর্ঘ নয় মাস সারা বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধ চলতেছিলো। আর সেই নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদদের আত্মত্যাগ ও দু’লাখ সম্ভ্রম হারানো মা-বোনদের আজ বাঙ্গালি জাতি বিনম্র শ্রদ্ধার সহিত স্মরণ করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী গভীর নিশি তে নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালির উপর মেশিন গান, কামান, ট্যাংক নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছিলো। শুরু করে ছিলো নির্বিচার হত্যাযজ্ঞ।
তাদের সহায়তাকারী ছিলো এদেশীয় কতিপয় রাজাকার, আলবদর, আশশামছ ও শান্তি কমিটির কুলাঙ্গারের দল। যুদ্ধ চলাকালে এরা পাকিস্তানী সৈন্যদের পথ ঘাট দেখিয়ে দিতো। গ্রাম, শহর, নগর, বন্দরের অলিগলি। সেই সব দিনে অগ্নিসংযোগ লোটপাট, ধর্ষণ, অনৈতিকতা, হত্যাসহ অমানবিক সব কর্মকান্ড এরা সংঘটিত করেছিলো। তবে ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকে মুক্তিযুদ্ধাদের আক্রমনে বিপর্যস্থ ও ভীত হয়ে পড়েছিলো পাকিস্তানী হানাদার বাহিনী।
১৯৭১ সালের ৬ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী পাকিস্তানী সৈন্যদের বিরোদ্ধে এই দেশে সৈন্য প্রেরণ করেন। এবং বাংলাদেশ স্বাধীন, এ হিসাবে স্বীকৃতি প্রদান করেন। এতে করে যুদ্ধের গতি অনেকগুন বেড়ে যায়। পাকিস্তানী সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। এহেন বেগতিক অবস্থায় তিরানব্বই হাজার প্রশিক্ষিত পাকিস্তানী সৈন্য আত্মসমর্পন করতে বাধ্য হয়।
যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতা রসংগ্রাম। জয় বাংলা, সেই স্থানেই পাকিস্তানী সৈন্যরা আত্মসমর্পনের দলিলে স্বাক্ষর করে। সেদিন এই বাংলায় সেকি আনন্দ ! ঢাকাসহ সারা বাংলাদেশের আকাশ বাতাশ প্রকম্পিত হয়ে ধ্বনীত হয়েছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
তখনো পাকিস্তান কারাগারে বন্ধি ছিলেন বাংলার সাড়ে সাত কোটি মানুষের নয়নের মনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সে অনেক দীর্ঘ ইতিহাস। আমরা স্বাধীনতা লাভ করেছি পঞ্চাশ বছর অতিক্রান্ত হলো। শত প্রতিকুলতা উপেক্ষা করে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়। তার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সতেরো কোটি মানুষ সুখে শান্তিতে আছেন। ভাত-কাপড়ের অভাব নেই। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন চলমান।
আজকের দিনে আমাদের অঙ্গীকার “আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে সহায়কের ভূমিকা পালন করবো। জয় আমাদের নিশ্চিত”। “ইনশাহআল্লাহ”।
লেখক : মোঃ আলী আমজাদ, প্রাবন্ধিক, শিক্ষক ও সাংবাদিক।