মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’র শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি এমদাদুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবুর, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদ উপজেলা প্রতিনিধি মো. ছাইদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দি উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম এবং সদস্য ও আলোকিত নিউজ জেলা প্রতিনিধি মো. সাগর আহমেদ জজ, যুবলীগ নেতা কাজল প্রমূখ।