মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেত্রকোণায় আলোচনা ও দোয়া
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নেত্রকোনায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মহিলা দল জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোণা জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা পলমলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু।
জেলার ১০ উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আলেহা সিরাজ,মহিলা দলের মোহনগঞ্জ শাখার সভাপতি নাসরিন আক্তার নারফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশের শান্তি কামনা ও দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করা হয়।