মাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার পুর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে বিশকাকুনি ইউনিয়নের ধোবারুই গ্রামে আবদুল হাই মাষ্টারের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ধোবারুই গ্রামের মাছ চাষী আবদুল হাই মাষ্টার বলেন, প্রায় ২ একর জায়গার ওপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৩২ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। গত বুধবার রাতে কয়েকজন অপরিচিত লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে পুকুরের কেয়ারটেকার আমাকে জানায়।

এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্রামের কিছুলোক ইর্ষন্বিত হয়ে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।