মাত্র ১৬ ঘন্টার ব্যাবধানে নেত্রকোণায় দুই ইউপি চেয়ারম্যানের মৃত্যু
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনায় সদর উপজেলায় ১৬ ঘণ্টার ব্যবধানে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারা গেছেন। সোমবার (৯ অক্টোবর) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান।
তারা হলেন- সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান ওরফে সুমন (৪৬) ও রোহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রশিদ (৭৮)। তাদের মধ্যে আলী আহসান গতকাল রোববার রাত ১০টার দিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মারা যান। আর আবদুর রশিদের মৃত্যু হয় সোমবার বেলা দুইটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে।
উপজেলা পরিষদ কার্যালয় ও মারা যাওয়া চেয়ারম্যানদের পরিবারের থেকে জানা গেছে, আলী আহসান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার হৃৎপিণ্ডে রিং বসানো ছিল। গত মাসে তিনি ভারত থেকে চিকিৎসা করে দেশে আসেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ অনুভব হলে স্বজনেরা শহরের পাটপট্টি এলাকার বাসা থেকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্মজীবনে আলী আহসান স্থানীয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী পরিচালক ছিলেন। তার গ্রামের বাড়ি সিংহের বাংলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। সোমবার বেলা দুইটার দিকে চন্দ্রনাথ উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা ও গ্রামের বাড়ি কোনাপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে মালনী কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার বেলা দুইটার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি ইউনিয়নের মহাদেবপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রতীক নিয়ে বিজয়ী হন। সোমবার দুপুর ২ ঘটিকার সময় চড়পাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।