মাদক, জঙ্গিবাদ ও চোরা চালানির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে – নেত্রকোণা জেলা প্রশাসক

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
মাদক, জঙ্গিবাদ ও চোরা চালানির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা টাক্সফোর্স এর অভিযান অব্যাহত থাকবে বললেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ। রোববার (১৪ জুলাই) জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মাসিক আইন-শৃঙ্খলা মিটিংয়ে জেলা প্রশাসক এ্ঁর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ (পিপিএম), নেত্রকোণা সিভিল সার্জন ডা: অনুপম ভট্টাচার্য, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন উপজেলার চেয়ারম্যান গন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা আইন শৃঙ্খলা কমিটিতে জুন মাসের কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট বিভাগের তথ্য সুত্রে, নেত্রকোনা ৩১ বিজিবি নেত্রকোণা হতে প্রাপ্ত পণ্য নিলামে জুন ২০২৪ এ ভারতীয় চিনি, বাংলাদেশী বুট, ডাল,তেজপাতা ভারতীয় গরু, ভারতীয় পিঁয়াজ , শিং ও রুই মাছ জব্দকৃত মালামাল দিলাম এ বিক্রি হয়েছে, ২ কোটি ৭৮ লক্ষ ৭৬ হাজার ২৬ টাকা।

আইনশৃঙ্খলা মিটিংয়ে সীমান্তের চোরা চালানি, মাদক সহ জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোরও ব্যাপক কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করা হয়।