মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনেই নেত্রকোণায় অনুপস্থিত ২৩৫ পরীক্ষার্থী

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

এ কে এম আব্দুল্লাহ্ঃ
এস.এস.সি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে নেত্রকোনা জেলায় মোট ২৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
শুরু হওয়া পরীক্ষায় আজ (১৫নভেম্বর) বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার মোট ৪৯টি কেন্দ্রে একযোগে এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী জানান, জেলায় ২৫টি কেন্দ্রে এস এস সি, ১২টি কেন্দ্রে দাখিল ও ১২টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এস.এস.সি পরীক্ষায় বাংলা ১ম পত্র বিষয়ে মোট পরীক্ষার্থী ১৭,৯৭৮ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৯৬ জন। দাখিল পরীক্ষায় কুরআন মজিদ ও তাজবীদ বিষয়ে মোট ২,৭৮৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭৬ জন ও ভোকেশনালে ১,৯৯৯ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৬৩ জন। এদের মধ্যে বেশি সংখ্যক অনুপস্থিতি ছিলো কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১ জন, মদনের আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজে ১৩ জন এবং নেত্রকোনা শহরের এন আকন্দ আলীয়া মাদ্রাসায় ১১ জন।