শরিফা ইসলাম বর্ষাঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসা শিক্ষা) আল মামুন-কে উপজেলা (মাধ্যমিক) পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়েছে। তিনি জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ আলীর বড় সন্তান।
গত সোমবার (২৯ এপ্রিল) সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে উপজেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী শ্রেষ্ঠ নির্বাচিত করে উপজেলা বিচারকমণ্ডলি।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, তিনি যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে পাঠদান করে আসছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শিক্ষামূলক কার্যক্রম ও অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন।
আল মামুন ২০১২ সালে সুনামগঞ্জে এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে প্রথম যোগদান করেন। পরে ২০১৩ সাল থেকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণায় কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি ২০১৪ সাল থেকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার (টিইউও-২৮৬) এর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ময়মনসিংহ এবং পরিকল্পনা মন্ত্রালয়ে চাকুরী করেছেন।
শ্রেষ্ঠত্ব অর্জনের এক প্রতিক্রিয়ায় আল মামুন বলেন, শ্রেষ্ঠ হতে হবে এটা মাথায় নিয়ে কোন সময় কাজ করিনি। শুধু আমার উপর অর্পিত যে দায়িত্বটি তা সঠিকভাবে করার চেষ্টা করি এবং বিদ্যালয়ের কাজে সর্বোচ্চ সহযোগিতা করি। আর শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করি ফলে তারা বিভিন্ন সেবামূলক কাজের উদ্যোগ নেয়, আর আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি। ওদেরকে অন্য সহকর্মীদের তুলনায় শাসন মনে হয় আমিই বেশি করি, আদরও কম করিনা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়াতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে আরো বেশি ভালো লাগবে এবং দায়িত্বে আরো তৎপর হতে হবে।
সবার দোয়া ও সহযোগিতা চাই।
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন বলেন, আল মামুন বিদ্যালয়ে যেকোনো দায়িত্ব দিলে আন্তরিকতার সাথে পালন করেন। শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সাথে শিক্ষা বান্ধব সুসম্পর্ক বজায় রাখেন। শিক্ষার্থীরাও তাকে ভালোবাসে। এছাড়াও অত্র বিদ্যালয় এবার উপজেলা পর্যায়ে বেশ কয়েকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সকল অভিভাবক, সহকর্মী ও অফিস স্টাফদের সহযোগিতায় শিক্ষার্থীদের এই সাফল্য। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নেত্রকোণা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল ইসলাম বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধান সকলের সমন্বয়ে প্রত্যেকের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিষ্ঠান পর্যায়ে, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করার মাধ্যমে তাদের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি করে দেন। এবারও আমরা উপজেলা পর্যায়ে যথেষ্ট আন্তরিকতার সাথে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করেছি। আমরা বিশ্বাস করি তাদের এই শ্রেষ্ঠত্ব অর্জন তাদের দায়িত্বশীলতাকে আরো ত্বরান্বিত করবে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। আবেদনের পরিপেক্ষিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত