মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নেত্রকোনার কেন্দুয়ায় ১৭০ টি ঘর হস্তান্তর
দিলওয়ার খানঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-০২ প্রকল্পের আওয়াতায়কেন্দুয়া উপজেলার ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ৭০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ৭০ টি ঘর প্রদান করা হয় ।
ঘর হস্তান্তর অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক সভাপতি্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহেদ পারভেজ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমিন, নেত্রকোণা, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো: রুহুল আমিম, বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মিডিয়া কর্মীগণসহ পূনর্বাসিত পরিবারের সদস্যবৃন্দ।