মানবিক নেত্রকোণার সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪

আবুল কালামঃ
নেত্রকোণায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করে মানবিক নেত্রকোণা নামের একাটি সেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার(১৫ আগস্ট) বিকাল ৪ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে মানবিক নেত্রকোণার আয়োজনে ও নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরাম ঢাকা এর সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ডঃ অধ্যক্ষ আবু ইউসুফ খান।

মানবিক নেত্রকোণার সেক্রেটারি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা নেত্রকোণার অসহায়, এতিম ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে যারা সেলাই মেশিন পেয়েছেন তাদের পরিবারকে আল্লাহ বারাকায় পূর্ণ করে দিন এই দোয়া করছি। মানবিক নেত্রকোনা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন।এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক নেত্রকোনার সদস্য আবুল কালাম, কালবেলার জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, মাই টিভির জেলা প্রতিনিধি ইউরো আনিস প্রমুখ।