মানবিক নেত্রকোণা এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নেজা ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণায় সামাজিক সংগঠন ‘মানবিক নেত্রকোণা’ এর উদ্যোগে শতাধিক এতিম, অসহায়, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে নেত্রকোণা পৌর শহরের পারলা এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল, (দুই ধরণের), সেমাই, চিনি, সাবান ও কাপড় পরিষ্কারের পাউডার ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক নেত্রকোণার সভাপতি শিক্ষাবিদ জয়নাল আবেদীন, সেক্রেটারী এড. নজরুল ইসলাম সহ মানবিক নেত্রকোণার সদস্যবৃন্দ