মাল্টা চাষ করে সফল দুর্গাপুরের আলাল উদ্দিন

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের মাকড়াইল গ্রামের আলাল উদ্দিন মাল্টা চাষে সফলতা পেয়েছেন। তার বাগানে যেদিক চোখ যায় সে দিকেই শত শত গাছে ঝুলে আছে বারি-১ জাতের মাল্টা। ভরপুর মাল্টায় নুয়ে পড়ছে ডালপালা। সবুজ অরণ্যে পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে লেবু জাতীয় এ রসাত্মক ফল মাল্টা।দেখতে কাঁচা মনে হলেও বেশ সুমিষ্ট ও রসাল এ মাল্টা।

গতকাল  আরাফাত এগ্রো ফার্মের মালিক আলাল উদ্দিনের মাল্টার বাগানে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

জানা যায়,  অনাবাদি পতিত এক একর জমিতে
২০২১ সালে মাল্টার গাছ লাগিয়েছিলেন আলাল উদ্দিন। এই  জমি মাল্টা চাষের উপযোগী করতে  এখন পর্যন্ত তার খরচ  হয়েছে আড়াই লাখ টাকা। বর্তমানে  ৩ শতাধিক মাল্টার চারা রয়েছে বাগানে।

চারা রোপণের দুই বছরেই মাল্টার বাজারজাত করে বিক্রি করেছেন  ১ লাখ টাকার বেশি।  এ বছর যে পরিমান মাল্টার ফলন হয়েছে  তাতে প্রায়  ৩ লক্ষ টাকার মাল্টা  বিক্রি করতে পারবেন।  এ বছরই জমিতে মাল্টা চাষ করতে যে  খরচ হয়েছিলো সেটা উঠে আসবে।

আলাল উদ্দিন বলেন, আমি ঢাকায় ফার্মাসিউটিক্যাল চাকরি করছি। আমাকে এ চাষে উদ্ধত করেছে আমাদের কৃষি অফিসের লোকজন। গ্রামে আমার পতিত জায়গায় কৃষি অফিস থেকে কিছু চারা নিয়ে প্রথমে শুরু করি। পরবর্তীতে দেখি গাছের ধরন বেশ ভালো। পরপরই আর কিছু চারা কিনে আনি ভালোভাবে যত্ন নিয়েছি এক বছরই গাছে মুকুল আসে গাছে যে পরিমাণ মুকুল আসে তাতেই আগ্রহ আরো বেড়ে যায় ভালো ফলন হবে ধারনায় চিন্তা করলাম জমি ফাঁকা না রেখে পুরো এক একর জমি পুরোটাই মাল্টা বাগান করি। বাগানের অনেক যত্নে করেছি এবং আমি সফলতাও পেয়েছি। গত বছরের তুলনায় এ বছর যে পরিমাণ ফলন হয়েছে তাতে আমার সব খরচ মিটিয়ে লাখ টাকা লাভবান হবো বলো আশা করছি।

মাল্টা বাগানের পরিচর্যাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছেন আলাল উদ্দিনের বোন জামাই এমদাদুল হক। তিনি জানান,শুরু থেকেই খুব যত্ন নিয়েছি। গত বছরেও ভালো ফলন হয়। তবে গত বছরের তুলনায় এ বছর মাল্টার আকারও বড় এবং রসালোও হবে। এ মাসের শেষের দিকে মাল্টার বাজারজাত করা হবে ।

মাল্টা বাগান দেখতে আসা আল নোমান শান্ত নামে এক যুবক  বলেন, ‘আমি আলাল উদ্দিন ভাই এর বাগান দেখে অভিভুত হয়েছি। এখানকার মাটিতে এতো ভালো মাল্টার ফলন হবে সেটা ভাবতে পারি নাই।  মাল্টা খেলাম যা খুবই সুস্বাদু ও মিষ্টি।

দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস জানান,চাষি আলাল উদ্দিন মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন।উনার  মাল্টা বাগানে বেশ ভালো ফলন হয়েছে।  প্রত্যেক গাছেই ভালো ফল এসেছে। ওনার মাল্টা বাগানের গাছ প্রতি ১৫-২০ কেজি হারে বাজারজাত করতে পারবে।  তার এই সফলতা কারণ যদি বলি সবটাই ওনি আগ্রহ ও যত্ন নিয়েছেন। পাশাপাশি আমাদের কৃষি অফিস থেকে উনাকে পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। এ বছর দুর্গাপুরে ছোট-বড় মিলিয়ে ১০ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। প্রতি বছরই মাল্টার চাষ বাড়ছে। প্রায় ৩০০ জন চাষি ছোট-বড় বাগানে মাল্টা চাষে সফলতা পেয়েছেন।