
মায়ের বিজয় উল্লাস
______________আকির হোসেন
মায়াবী মা যুদ্ধ দেখে
মনের মধ্যে ভয়,
তবু মায়েরমন যে বলে
বাংলা হবে জয়।
দীর্ঘ ন’মাস যুদ্ধের পরে
ষোলো ডিসেম্বরে,
মায়াবী মা’র চিন্তা মুখে
মিষ্টি হাসি ভরে।
বিজয় নিশান হাতে পেয়ে
আকাশ বুকে উড়িয়ে,
মায়ের মনে শান্তি দেখে
হৃদয় গেলো জুড়িয়ে।
নিজের সন্তান হারিয়ে মা
স্বাধীন নিশান দেখে হাসে,
মায়ের মুখের হাসি বলে
মা যে দেশকে ভালোবাসে।