মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আটপাড়ায় হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

ফয়সাল চৌধুরীঃ
ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এঁর নামে জঘন্য কটুক্তিকারী
মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাঁকে সমর্থনকারী বিজেপি’র সাংসদ নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবীতে নেত্রকোনার আটপাড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখা আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় খেলার মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

হেফাজতে ইসলাম আটপাড়া উপজেলা শাখার
সভাপতি মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা
আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস খান,
সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম।