
কামরুল ইসলাম রতন:
নেত্রকোনার মোহনগঞ্জে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাদের গাঁজাসহ আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার মাহমুদপুর গ্রামের মো. হাশেম মিয়ার ছেলে সানোয়ার হোসেন (৩০) ও হিম্মতপুর গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৮)।
পুলিশ জানায়, মাহমুদপুর গ্রামে সানোয়ারের গাঁজা কেনা-বেচা হচ্ছে এমন গোপন খবরে সোমবার রাত সোয়া ১১টার দিকে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সানোয়ার ও আনোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দৌড়ে তাদের ধরা হয়। তাদের শরীর তল্লাশি করে ২১০ গ্রাম গাঁজা পাওয়ার ওর তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।