
১
আহত নদী
মাঝ পথে থেমে যাওয়া
আমি এক আহত নদী।
আমার নদীর নেই কোন উত্তাপ
আমার নদীতে জল আছে রং নেই।
অঝর শূন্যতায় ভরা আমার চারপাশটা, হৃদয়ের মনিকোঠায় জেগে আছে
মরুভূমির মত ধু-ধু বালুচর।
রাতের জোনাকি আর দেয়না দেখা
ভোরের সূর্য্যটাও এখন আর দেখতে পাইনা।
হৃদয় নদীর নৌকাতে আজ
নেইতো কোনো যাত্রী।
কেউতো আর আসেনা আজ আমার পাশ দিয়ে,
কোনো পথিক খুঁজেনা আর আমায়
তার প্রয়োজনে।
জনমানব হাটেনা আর আমার পাশ দিয়ে,
আজ আমি ভাষাহীন, নিশ্চুপ, নিঃস্তব্দ।
প্রয়োজনে ছিলাম আমি জোয়ারের নদী
এখন আমি হয়ে গেলাম ভাটায় পড়া
এক আহত নদী।
২
আমি এক অন্য মানুষ
আমি কখনো নিজের কথা বলিনা,
আমি জনতার স্বার্থে কথা বলি
আমি কথা বলি মনুষ্যত্বের
আমি কথা বলি অসহায় মানুষের
যারা অনাহারে,অর্ধাহারে ধুকে ধুকে নিপীড়িত
আমি তাদের কথা বলি।
আমি কথা বলি ঐসব লোকদের
যারা ক্ষুদার অন্ন যোগাতে ক্লান্ত , দিশেহারা।
আমি ওদের কথা বলি।
আমি তাদের গান গাই
যারা অসহায়,দীন হীন,একটু সুখের প্রত্যাশায়
বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় ,
সামান্য দয়ার জন্য !
আমিতো ওদের কথা বলি
সেইসব শিক্ষিত বেকারদের
যাদের চাকুরী নেই, কাজের সন্ধান নেই,
লক্ষ লক্ষ লোক যারা বেকারত্বের অভিশাপ নিয়ে হতবুদ্ধি হয়ে আছে।
আমি তাদের কথা বলি।
আমি কখনো নিজের কথা বলিনা
আমি ওদের কথা বলি
যারা নিপীড়িত,নির্যাতিত,অনাথ,ভুক্তভোগী,
সমাজের চোখে আজ যারা বোঝা হয়ে গিয়েছে, ঘৃনায় লজ্যায় যারা নিষ্পেসিত
আমি তাদের কথা বলি,
আমি নিজের কথা বলতে আসিনি
আমি ওদের কথা বলি
যারা নির্বাচিত প্রতিনিধি হয়েও
জনগণের সেবার চিন্তা না কর
নিজের ভুঁড়ি বুঝের চিন্তা করে,
আমি তাদের অমানবিক মনমানসিকতার কথা শুধু তুলে ধরছি।
আমি আমার চাওয়া পাওয়ার কথা বলতে আসিনি,
আমি ওদের কথা বলি
যারা সরকারের ভর্তুকির, উন্নয়নের, হতদরিদ্রের অর্থ আত্মসাৎ করে
বড় বড় বুলি আওড়ায়, মানুষকে মানুষ মনে না করে, হয়রানির মাঝে রেখে আনন্দে হুলি খেলায় মেতে উঠে সময় ক্ষেপণ করে।
আমি শুধু তাদের কথা তুলে ধরি।
আমি আমার কথা বলিনা
আমি মানবতা, সমাজ, দেশ, স্বাধীনতা, পতাকা ও মানচিত্রের কথা বলি।
আমি আমার ভাষায় কথা বলে যাই
বাংলা ভাষায় বাঙ্গালী জাতির কথা বলি।