সব
facebook netrokonajournal.com
মোহগঞ্জে আশ্রয়নের ঘরে পেয়ে আরতি বর্মনের স্বপ্ন পূরণের কাহিনী | নেত্রকোণা জার্নাল

মোহগঞ্জে আশ্রয়নের ঘরে পেয়ে আরতি বর্মনের স্বপ্ন পূরণের কাহিনী

প্রকাশের সময়:

মোহগঞ্জে আশ্রয়নের ঘরে পেয়ে আরতি বর্মনের স্বপ্ন পূরণের কাহিনী

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ সোমবার (২০ মার্চ) বেলা ১১:৩০ ঘটিকায় চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন বিষয়ে প্রেস রিলিজ করেন উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকঞ্জি। পরে সরেজমিনে উপকারভোগী আরতি বর্মনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

আরতি বর্মন। বয়স পঞ্চাশের বেশি। চেহারায় জীবন যুদ্ধের চাপ। স্পষ্ট করে কথা বলতে পারেন না। কোন জমিজমা না থাকায় দুর সম্পর্কের চাচার বাড়ির এক কোনে দুই ছেলেকে নিয়ে ঠাঁই নিয়েছিলেন ৩০ বছর আগে। এরমধ্যে স্বামী গত হয়েছে ১৫ বছর আগে। অভাবে অনটনেও দুই ছেলেকে পড়াশোন করাচ্ছেন। অভাবের কারণে নিজের জায়গা বা ঘর এসব করা তার হয়ে উঠেনি। স্বপ্ন ছিল নিজের বাড়ি করার। নিজের ঘরে থেকে শেষ নিঃশ্বাস নেওয়ার প্রবল ইচ্ছে তার। তবে আরতি বর্মনের এবার নিজের মাথা গোঁজার ঠাঁয় হয়েছে বাহাম আশ্রায়ন প্রকল্পের ঘরে। স্বপ্ন পূরণ হয়েছে তার। নিজে জায়গা কিনে ঘর করতে না পারলেও প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পে পাকা ঘর পেয়েছেন আরতি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে গড়ে উঠা আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়েছেন আরতি বর্মন। এখানে আরতির মতো আরও অনেকে ঘর পেয়েছেন। সবার জীবনের গল্পটা ঠিক আরতির মতই। সোমবার উপজেলার বাহাম গুচ্ছগ্রামের আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পাওয়া ঘরের বারান্দায় বসে মটির চুলোয় রান্না করছেন আরতি বর্মন। চোখে মুখে তার আন্দনের ছাপ। প্রশ্ন করার ভাব দেখেই নিজের জীবনের ফেলে আসা কষ্টের গল্প বলা শুরু করেন তিনি। সেইসাথে স্বপ্নপূরণ আর সুখের দিনের কথাও জানালেন অকপটে। পাশের ঘরের বাসিন্দারাও আরতির কথায় সায় দিলেন।

আরতি জানালেন, উপজেলার সনুই গ্রামে ছিল স্বামীর বাড়ি। অভাবে সব বিক্র করে ৩০ বছর দুই ছেলেকে নিয়ে অন্যর বাড়ির এক কোনে কাটিয়েছি। অন্যর বাড়িতে থাকার কষ্ট তারাই বুঝে যারা থাকে। যাদের নিজের বাড়ি নেই তারাই একমাত্র বুঝে নিজের বাড়ির মূল্য। কখনো ভাবিনি নিজের ঘর হবে। মৃতুর আগে নিজের ঘরে শেষ নিঃশ্বাস নিতে পারবো। প্রধানমন্ত্রী আমার মতো অসহায়ের বাড়ির স্বপ্ন পূরণ করেছেন। তিনি ঘর উপহার না যে এটা দিলে হয়তো অন্যর বাড়িরতে থেকেই মরতে হতো। আর আমার কোন চাওয়া নেই। নিজের ঘরে মন ভরে ঘুমাতে পারছি এটাই জীবনের বড় পাওয়া। আজ সবাইকে বলতে পারি আমার নিজের বাড়ি।

আরও জানা গেছে, আরতি বর্মনের দুই ছেলের মধ্যে বড় ছেলে ঝুটন বর্মন অনার্সে পড়ে। ছোট ছেলে লিটন বর্মন এসএসসি পাশ করেছে। এক সময় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালালেও এখন ছেলেরা প্রাইভেট পড়িয়ে ও দোকানে কাজ করে সংসার চালায়। আরতি বর্মনের পাশের ঘরে উঠেছেন শেফালি আক্তার। তার স্বামী আলী ওসমান পেশায় ইজিবাইক চালান। তাদের রয়েছে চার সন্তান।

শেফালি আক্তার জানান, স্বামীর বাড়ি উপজেলার চেংরাখালী গ্রামে ছিল। অভাবে সব বিক্রি করে দীর্ঘদিন অন্যর বাড়িতে থেকেছি। ইজিবাইক চালিয়ে স্বামীর যা আয় তা দিয়ে চার সন্তানসহ ছয়জনের পরিবার চলে কোনরকম। জায়গা কিনে ঘর করা তো স্বপ্নে মত। প্রধানমন্ত্রী উপহারের ঘর দিয়েছেন বলে আমার সন্তানেরা মন খুলে নিজের ঘরে ঘুরতে পারছে। আল্লাহ যেন তাঁর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মঙ্গল করেন। আমাদের মতো যারা অন্যর বাড়িতে থেকেছে তারাই এর যন্তণা বুঝে। সেইসাথে নিজের একটা ঘর পাওয়ার সুখও আমাদের মত লোকজনই বুঝে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলায় ক- শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ২২৭টি পরিবারকে দুইশতক জমিসহ ঘর দেওয়া হচ্ছে। তিন ধাপে এ পর্যন্ত ১৬১টি পরিবরাকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে আগামী বুধবার আরও ৬৬টি পরিবারকে তাদের জন্য বরাদ্দকৃত ঘর বুঝিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন এর উদ্বোধন করবেন। সেইসাথে এদিন মোহনগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, নিজের ঘর নির্মাণের মত করে আন্তরিকতা দিয়ে এসব ঘরের নির্মাণ কাজ তদারকি করেছি। প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগকে সফল করতে সবরকমের চেষ্টা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

 ফেসবুক পেজ

 আজকের নামাজের ওয়াক্ত শুরু

    নেত্রকোণা, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ
    বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
    ১২ Dhu al-Qi'dah, ১৪৪৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৩:৪৫ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:১১ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:১৬ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:৪১ অপরাহ্ণ
    এশা রাত ৮:০৭ অপরাহ্ণ
মোহনগঞ্জে শহর ও পল্লীতে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

মোহনগঞ্জে শহর ও পল্লীতে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

ঘুষ নিয়ে অবৈধ সেচ সংযোগ, পল্লীবিদ্যুতের মোহনগঞ্জ ডিজিএমের বিরুদ্ধে তদন্ত শুরু

ঘুষ নিয়ে অবৈধ সেচ সংযোগ, পল্লীবিদ্যুতের মোহনগঞ্জ ডিজিএমের বিরুদ্ধে তদন্ত শুরু

খালিয়াজুরীতে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার

খালিয়াজুরীতে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার

মোহনগঞ্জে গাঁজাসহ ২ যুবক আটক

মোহনগঞ্জে গাঁজাসহ ২ যুবক আটক

মোহনগঞ্জ ভূমি সেবা সপ্তাহ শুরু

মোহনগঞ্জ ভূমি সেবা সপ্তাহ শুরু

মোহনগঞ্জে যাত্রাশিল্পের ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র আদিত্য এর স্মরণ সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে যাত্রাশিল্পের ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র আদিত্য এর স্মরণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
 
উপদেষ্টা সম্পাদক : দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশক : মুহা. জহিরুল ইসলাম অসীম  
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০ ।
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপনঃ ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইল : netrokonajournal@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত।