মোহনগঞ্জের কংস নদীতে ধান বোঝাই নৌকা ডুবে নিখোঁজ মাঝি
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জের কংস নদীতে ধান বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় শিরু মণি (২৫) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় বালু ঘাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ মাঝি শিরুমণি সুনামগঞ্জের দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে।
খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ থকে ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটেন সদস্যরা ঘটনাস্থলে এসে নিখোঁজ মাঝিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মির্জাপুর গ্রাম থেকে ২৫০ বস্তা ধান বোঝাই করে স্টিল বডি ওই নৌকাটি মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর বালু ঘাটে ওইদিন রাতে এসে পৌঁছে। নৌকাটি সেখানেই নোঙর করে রাত্রিযাপন করেন মাঝিরা। এ অবস্থায় সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আকস্মিকভাবে নৌকাটি ওই ঘাটেই কংস নদে ডুবে যায়। এসময় নৌকার ভেতরে ঘুমিয়ে থাকা ৫ জন মাঝির মধ্যে ৪ জন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও শিরুমণি মাঝি উঠতে পারিনি ।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশনের ডুবুরী ইউনিটের ইনচার্য জমিয়ত আলী বলেন, খবর পাওয়ার পর সকাল ৮টা ৪০ মিনিট থেকে আমরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাঝিসহ ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে নৌকাটি ডুবে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, খবর পেয়ে আমি মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে নিখোঁজ ব্যক্তিসহ নৌকাটি উদ্ধারের ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।