মোহনগঞ্জের কংস নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জের কংস নদীতে ধান বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় শিরু মণি (২৫) নামে এক মাঝির নিখোঁজ লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত আটটার দিকে নৌকার সন্ধান পাওয়া যায় এবং কিছু ভেজা ধানের বস্তা উদ্ধার করা হয়েছে ।
এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় বালু ঘাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিখোঁজ মাঝি শিরুমণি সুনামগঞ্জের দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে।
মোহনগঞ্জ থানার এস আই পিন্টু জানান , ডুবন্ত নৌকার সন্ধান পাওয়ার পর কিছু বস্তা ভর্তি ধান উদ্ধার করা হয়। রাত আটটায় ডুবন্ত নৌকা থেকে নিখোঁজ মাঝির লাশ পাওয়া যায়। তিনি আরো বলেন, সুরত হাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। তারপর লাশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর উদ্ধার কার্যক্রম তদারকির সময় রাত ৮ টায় নিখোঁজ লাশের সন্ধান পাওয়া যায়। সুরত হাল রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।