মোহনগঞ্জে অভিভাবকের কাছে দোকান থেকে ডিম চুরির নালিশ দেওয়ায় কুপিয়েছে ব্যবসায়ীকে
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে মনোহারি দোকানে চুরির ঘটনায় অভিভাবকের কাছে নালিশ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ব্যবসায়ীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে শাহ আলম (২২) নামে এক বখাটে। বখাটেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে মোহনগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার শাহ আলম নওহাল গ্রামের মৃত ছদ্দু মিয়ার ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল সুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মোহন মিয়াকে (৩২) দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আর ভুক্তভোগী ব্যবসায়ী মোহন মিয়া একই গ্রামের। শহরের টেংগাপাড়া এলাকায় স্লুইচগেট সংলগ্ন মোহন মিয়ার একটি মনোহারি দোকান রয়েছে।
এ ঘটনায় মোহনের স্ত্রীর বড় ভাই মনির হোসেন বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন। এতে শাহ আলম, তার মা ললিতা বেগম ও চাচা ফুল মিয়াকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, তিনদিন আগে মোহন মিয়ার দোকান থেকে ডিম চুরি করে শাহ আলম। এ বিষয়টি শাহ আলমের পরিবারকে জানায় মোহন। এতে ক্ষিপ্ত হয় শাহ আলাম। পরে রোববার রাত ১০টার দিকে একটি রামদা নিয়ে এসে দোকানের ভেতরে থাকা মোহনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় হাত দিয়ে বাধা দিতে গেলে রামদার কুপে মোহনের হাতের দুটি আঙ্গুল কেটে ঝুলে যায়। এছাড়া হাতে-পায়ে ও মাথায় অন্তত ৭-৮টি রামদার কুপ লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে শাহ আলম পালিয়ে যায়। পরে গুরুতর জখম মোহনকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। উক্ত সংবাদ শুনে এলাকায় উত্তেজনা বিরাজ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে । এদিকে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শাহ আলমকে আটক করে।
এলাকাবাসী জানায়, শাহ আলম তিন মাস আগে সৌদিআরব যান। সেখান থেকে ১৫-২০ দিন আগে বাড়ি চলে আসেন। এসে নেশায় জড়িয়ে পড়েন।
নওহাল গ্রামের শেখ ইমন জানায়, ডিম চুরি করার ঘটনা পরিবারকে জানানোয় শাহ আলম ক্ষিপ্ত হয়। পরে এ ঘটনা ঘটনায়।
স্থানীয় পৌর কাউন্সিলর সুমন আহমেদ জানায়, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এর যথাযথ বিচার হোক। যেন এমন ঘটনায় পুনরাবৃত্তি না ঘটে।
মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার শাহ আলমকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।