মোহনগঞ্জে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পৌরশহরের ১ নম্বর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল প্রধান অতিথি হিসেবে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, এসিল্যান্ড মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফুর রহমান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ ইমরুল কায়েস, মিল মালিক গোলাম মোস্তফা, মাসুদ মিয়া ও বিপ্লব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোহাম্মদ ইমরুল কায়েস, এবার আমন মৌসুমে উপজেলায় এক হাজার ৩৩৮ মেট্রিক টন চাল ও ৩৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি চাল ৪৪ টাকা ও প্রতি কেজি ধান ৩০ টাকা দরে সংগ্রহ করা হবে।

এরমধ্যে ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আর চাল নেওয়া হবে মিল মালিকদের কাছ থেকে।