মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে ) বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদাম অফিস সংলগ্ন খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।উপজেলা খাদ্য বিভাগ এ সংগ্রহ কার্যক্রমের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান দিলীপ দত্ত, সহকারী কমিশনার (এসিল্যান্ড) ভূমি জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোঃ শাকুর সাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লুৎফুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মোহাম্মদ ইমরুল কায়েস, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস এম সারোয়ার খোকন, সাংবাদিক কামরুল ইসলাম রতন, হাজিফুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল স্থানীয় মিল মালিক নিবারণ সাহা নান্টু, গোলাম মোস্তফা, মাসুদ মিয়া ও বিপ্লব রায় ও প্রমুখ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরুল খায়েস জানান, এবার সরকাররিভাবে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ২১৭ মেট্রিক টন অভ্যন্তীরণ বোরো ধান অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। আর ৪৫ টাকা কেজি দরে ৪ হাজার ২৪৮ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।