মোহনগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
মোহনগঞ্জের পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুমের পৌর শহরের টেংগাপাড়াস্থ বাসা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগের ২শ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে শনিবার (২৮ সেপ্টেম্বর) মামলা হয়েছে।

ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী সহ ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-ছাত্রীদেরকে ধাওয়া ও মারপিট করে । সৈয়দ বাড়ি মোড় হতে পাংখা মামার মাজার পর্যন্ত ২ ঘণ্টা ব্যাপী ধাওয়া পালটা ধাওয়া চলে ।

এক পর্যায়ে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা মারাত্মক অস্ত্র ব্যবহার করে বলে মামলায় উল্লেখ করা হয়। মোহনগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ শনিবার বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারা সহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে । অবশেষে দুই মাস দশ দিন পর আজ শনিবার মামলা হলো। ৫/৭ দিন আগে থানায় অভিযোগ করা হয়েছিল । পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে ভাঙচুরের সত্যতা পেয়েছে বলে জানায় ।

এ নিয়ে মোহনগঞ্জের সর্বত্রই জল্পনা কল্পনা অব্যাহত ছিল । সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার মামলা দায়ের হয়েছে । ওসি জানান আসামী গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। মামলাটি তদন্ত করবেন এস আই সামিউল হাসান সুমন । এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি গ্রেফতার করা হয়নি।