মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ২২ পিস ইয়াবসহ মো. জুয়েল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার দিবাগত রাতে পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল মিয়া পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. দীলিপ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পৌরশহরের শিয়ালজানি খালের হাঁটার রাস্তার ওপর মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদে থানার এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে একদল অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে। এসময় তার দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।