মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ২২ পিস ইয়াবাসহ সুজাত মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আজ রোববার ( ২ ফেব্রুয়ারি ) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার রাতে উপজেলার মাঘান বাজার এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক সুজাত উপজেলার গৌরকান্দা গ্রামের রেহান উদ্দিনের ছেলে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সুজাত একজন মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল। গত শনিবার রাতে গোপন সংবাদে মাঘান বাজার এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।