মোহনগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কার্যালয় উদ্বোধন
মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ,নেত্রকোণা জেলাধীন মোহনগঞ্জ উপজেলা শাখার কার্যালয় পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত ও আলেচনা সভার মাধ্যমে উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,নেত্রকোণা জেলা শাখার সভাপতি মুফতী নুরুল ইসলাম হাকেমী।
এতে শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক মাওলানা হামিদুর রহমান, জামেয়া কাসেমীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব।
বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মৌলভী মোফাজ্জল হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী আবু বকর, শাখা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ রাহাত চৌধুরী, সভাপতি এইচ কে এম হাবিব খান, শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি তোফায়েল আহমাদ প্রমুখ ।