মোহনগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
মোঃ কামরুল ইসলাম মজুমদার (রতন):
নেত্রকোনার মোহনগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ বিপুলসংখ্যক উপস্থিতিতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় শুরু হয়ে সন্ধ্যায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টি পারপাস হলরুমে এ সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন হয় । মোহনগঞ্জ থানা সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জ ডিজাইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. ফয়েজ আহমেদ, সিপিএম ।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কাজী তোফাজ্জল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি রহুল আমিন নগীর ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি মিহির গোস্বামী প্রমুখ। এ ছাড়াও উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ টিপু সুলতান ও পৌর বিএনপি সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল উপস্থিত ছিলেন ।
এসময় উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও জমিয়তের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ শহরের যানযট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানান। পরে পুলিশ সুপার ট্রাফিক পুলিশ দেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা চান । তিনি অনলাইনে জুয়ার কুফল সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তাছাড়া মোবাইলে কোমলমতি শিশু শিক্ষার্থীরা আসক্ত এর বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দান করেন। ফেইক আইডি দিয়ে অপপ্রচারসহ বিভিন্ন জনের নামে মিথ্যা পোস্ট করার বিষয়ও বক্তব্য প্রদান করেন। অবিলম্বে ফেইক আইডি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।