মোহনগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতন:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিসেম্বর -২০২৪ মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পার্থ সরকার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরীর, হাবিবুর রহমান হাবিব, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজী রফিকুর রহমান, সাংবাদিকদের মধ্যে এস এম সারোয়ার খোকন, মোঃ কামরুল ইসলাম রতন, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল প্রমুখ।

বক্তারা সবাই বলেন, দেশের অন্য উপজেলার তুলনায় মোহনগঞ্জের পরিবেশ অনেক ভালো। কিছু চুরি, ছিনতাই, মাদক ঘটনা ঘটেছে। ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, জনবল সংকটের পর ও পুলিশের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। তিনি আরো বলেন, জানুয়ারী মাসে জনবল বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে।