মোহনগঞ্জে এমপি সাজ্জাদুল হাসানের মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের বিষয়াদি নিয়ে সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা করেছেন স্থানীয় এমপি সাজ্জাদুল হাসান।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল, পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, সাবেক নারী ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইচ মনরম, বিমল চন্দ্র পাল, উপজেলা আ:লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, এ্যাডভোকেট কাজী হাবিব, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সভাপতি এসএম সারোয়ার খোকন প্রমূখ।

মত বিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা বিষয়ে বিশদ আলোচনা হয়। তাছাড়া বিভিন্ন উন্নয়ন সহ আদর্শ নগর পর্যটন কেন্দ্র বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্য বলেন, প্রত্যেকে যার যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে জবাবদিহিতা করতে হবে। সৎ ও স্বচ্ছ মানুষ আমি চাই। সরকারি সম্পদ যথাযথভাবে হেফাজত করার তাগিদ দেন। শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়ার পরিবেশসহ ভালো ফলাফল করার তাগিদ দেন। মাদকের বিষয়ে কোন নেতাকর্মীর তদবির গ্রহণ না করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।