মোহনগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
প্রতিকি ছবি

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে শামছুর রহমান (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।

গত শুক্রবার উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের হিম্মতপুর গ্রামের নিজ বাড়ির পেছনের একটি আম গাছে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শামছুর রহমান আত্মহত্যা করেন।

জানা যায়, শামছুর রহমান ওই গ্রামের মৃত আব্দুর সোবহান ওরফে (দুরবাজ) মিয়ার ছেলে।

মৃত শামছুর রহমানের স্ত্রী স্মৃতি আক্তার বলেন, ময়মনসিংহে একটি প্রাইভেট ক্লিনিকে আমার ছোট বোনের সিজারে বাচ্চা হয়েছে। আমি ৪/৫ দিন হয় সেখানে ছিলাম। খবর পেয়ে আমি বাড়ীতে এসেছি। আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। সে কারণে মনে হয় এমনটা হয়ে থাকতে পারে।

হিম্মতপুর গ্রামের স্থানীয়রা জানান, শামছুর রহমানের মত মানুষ আত্মহত্যা করার কথা নয়। তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনো জানা যায়নি।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, শুক্রবার রাত ৮টার দিকে লাশ থানায় নিয়ে আসা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।