মোহনগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ পরিবারের মধ্যে হাঁস বিতরণ

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৪

মোঃ কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ২২ পরিবারের মধ্যে ২০টি করে হাঁস বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহিম মিয়া আনুষ্ঠানিকভাবে এ হাঁস বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাকুর সাদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.সোয়াইব ইমরান, প্রেসক্লাব সভাপতি এস এম সারোয়ার খোকন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান চয়ন, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম রতন, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেলা ১২টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের হল রুমে একই প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন সুফলভোগীকে ৩ দিন ব্যাপী হাঁস পালন বিষয়ক এক প্রশিক্ষণ কার্যক্রমেরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।