মোহনগঞ্জে খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

মোঃ কামরুল ইসলাম রতনঃ
জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে খান কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।

আজ (০২ ফেব্রুয়ারি) রোজ রোববার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নে খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আদনান সাবের । উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্নায়েন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, টিপু সুলতান সদস্য সচিব মোহনগঞ্জ উপজেলা বিএনপি,এ টি এম গোলাম মোস্তফা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়,মোঃ গোলাম মোস্তফা একাডেমি সুপারভাইজার,মাধ্যমিক শিক্ষা অফিসার ।

অন্যান্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন , প্রেস ক্লাব সদস্য মোঃ আজহারুল ইসলাম, মোঃ হাসান খান প্রমুখ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলা।