মোহনগঞ্জে খামারিকে গাবাধিপশু ও হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোনার মোহনগঞ্জে খামারীদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ ব্যাচ সমাপ্ত হয়েছে।

উপজেলার ৪০০ খামারীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিব্যাচে ৪০ জন করে মোট দশটি ব্যাচে মোট ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের প্রত্যেককে সনদপত্র , যাতায়াত ভাড়া বাবদ নগদ অর্থ ও একটি করে ব্যাগ দেওয়া হবে। এরমধ্যে ২০০ জন নারী ও ২০০ জন পুরুষ খামারী নির্বাচন করা হয়েছে।

প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি’র) আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে গরু-ছাগল ও হাঁস মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সম্মেলন কক্ষে চতুর্থ ব্যাচের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়। পরে এ ব্যাচের ৪০ জন খামারীর প্রত্যেককে সনদ, যাতায়াত ভাড়া বাবদ নগদ অর্থ ও একটি ব্যাগ দেওয়া হয়।

গত ২১ জানুয়ারি থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে শেষ হবে চলতি মাসের শেষের দিকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আব্দুর রহিম বলেন, মোট ৪০০ জন খামারী গরু-ছাগলন ও হাঁস -মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ৪০ জন করে ১০ টি ব্যাচে ভাগ করে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত ২১ জানুয়ারি থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে ১০ ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে বলে আশা করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আব্দুর রহিম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো.আল আমিন খান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন , সাধারন সম্পাদক হাফিজুর রহমান চয়ন, সিনিয়র , সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল প্রমূখ।