মোহনগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
মোঃ কামরুল ইসলাম রতনঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু, সুস্থতা কামনা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের ন্যায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপিসহ অংগসংগঠন।
শুক্রবার বেলা ১১টায় পৌরশহরে অবস্থিত মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, পৌর বিএনপির সাবেক সভাপতি ভিপি জাহাঙ্গীর সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।