মোহনগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-ভাসুরসহ গ্রেপ্তার ৩
মোহনগঞ্জ সংবাদদাতা:
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে রেহানা আক্তার (২১) এক গৃহবধূকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী-ভাসুরসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের কাজিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেহানা আক্তার মোহনগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজিহাটি গ্রামের এডভোকেট সাহিত্য মুরসালিনের দ্বিতীয় স্ত্রী। রেহানা আক্তার ফেনী জেলার পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেনের মেয়ে।
গত আট মাস আগে এডভোকেট সাহিত্য মুরসালিনের সাথে বিয়ে হয় রেহানার। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন আজ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত গৃহবধূ রেহানার স্বামী কাজিহাটি গ্রামের মৃত ওয়ালি আহম্মেদের ছেলে এড. সাহিত্য মুরসালিন (৪০), তার বড় ভাই হারুন অর রশিদ (৪৩) ও হারুনের স্ত্রী নাজমা আক্তার(৩০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেহানাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বামীর পরিবারের লোকজন। চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করার পর সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। রেহানার গলায় ফাঁসির দাগ রয়েছে। তবে একটি হাতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
এসআই জসিম উদ্দিন আরও জানান, এ ঘটনায় রেহানার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে শনিবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে রেহানার স্বামী এড. সাহিত্য মুরসালিন, তার মা রাজিয়া আক্তার, মুরসালিনের ভাই ফারুক আহমেদ, হারুন অর রশিদ ও হারুনের স্ত্রী নাজমাসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে স্থানীয় পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হুদা লিটন জানান, হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পেয়েছি। মুরসালিন ঢাকায় থাকে এবং সেখানে আইনজীবী পেশায় জড়িত। তাঁর প্রথম স্ত্রী ঢাকায় থাকে। রেহানা তাঁর (মুরসালিন) দ্বিতীয় স্ত্রী। ঘটনা হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত কিছু জানি না। ময়নাতদন্তের পর সেটা জানা যাবে। তবে রেহানার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার সকালে মুরসালিন ঢাকা থেকে এলাকায় এসেছে।