মোহনগঞ্জে গ্রেফতার ছাত্র হত্যার আসামি যুবলীগ নেতাকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর
মোঃ কামরুল ইসলাম রতনঃ
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলাম (৪৩) কে মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করে রাত দশটায় ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।
আটক যুবলীগ নেতা কামরুল ইসলাম আসামি কে ধামরাই থানার সাব -ইন্সপেক্টর আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর মাধ্যমে রাত দশটায় হস্তান্তর করা হয়েছে।